'অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন'

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আন্দোলনকারী সব দলের সহযোগিতা নিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার বিকেলে ১৬ বছর পর জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ ও যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের যৌথ সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক আবদুলস্নাহ আল মামুন, জেলা বিএনপির উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা প্রমুখ।