তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার, গাজীপুরের কালীগঞ্জ ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এ অভিযান চালানো হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের মনু নদে অবধৈভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গেল মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরসভার আড়িখোলা ও ভাদার্ত্তী এলাকায় দুই মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকার বেকারিতে অভিযান চালান। অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে ৩ ব্যক্তিকে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামাণিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহী খাঁ (৩২), শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।
বিআইডবিস্নউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, 'দন্ডপ্রাপ্ত কেউ বিআইডবিস্নউটিসি'র কর্মকর্তা-কর্মচারী নয়, আমি তাদের চিনিও না। শুনেছি তারা স্থানীয় লোক। তারা কিভাবে ফেরির টিকিট বিক্রির সঙ্গে জড়িত তা আমার জানা নেই।'