তিন জেলায় বৃদ্ধসহ ৩ মরদেহ উদ্ধার
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
তিন জেলায় বৃদ্ধসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে লেবু বিক্রেতা, ফরিদপুরের ভাঙ্গায় যুবক ও নওগাঁর সালথায় বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া উত্তরপাড়ায় আবু বকর (৭০) নামের এক লেবু বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয়দের খবরের ভিত্তিতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি দল আবু বকরের বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লেবু ব্যবসায়ী বিপত্নীক আবু বকর একাই বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে সর্বশেষ দেখা হয় গত মঙ্গলবার। তারপর আর কেউ আবু বকরকে দেখেনি। বৃহস্পতিবার ওই বাড়ির পাশ দিয়ে পথচারীরা যাবার সময় বিকট গন্ধ পায়। বিষয়টি প্রতিবেশীদের জানালে সবাই গিয়ে দেখতে পান আবু বকরের মরদেহ তার খাটের উপর পড়ে আছে। স্বজনদের জানানোর পাশাপাশি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কি কারণে মৃতু্য হয়েছে তা জানাতে পারেনি তার আত্মীয়স্বজন ও পুলিশ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ঘাস মারা বিষ খেয়ে শানু মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শানু উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামের গহুর মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শানু মাতুব্বর মঙ্গলবার বসত ঘরে ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, ওই ব্যক্তির মানসিক সমস্যার কথা জানতে পেরেছেন। লাশ পোস্টমর্টেমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় তালগাছে উঠে ডালপালা ছাটাই করতে গিয়ে উপর থেকে পড়ে মারা গেছেন কার্তিক দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার বলস্নভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন মৃতু্যর বিষয়টি জানিয়েছেন। নিহত কার্তিক ওই ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে।
পরিবার জানায়, নিজের জমিতে পেঁয়াজ আবাদ করার জন্য প্রস্তুতি নেন কার্তিক। কিন্তু জমির মধ্যে থাকা একটি তালগাছের পাতার ছায়ায় ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বুধবার তালগাছের মাথায় উঠে ডাল-পালা কাটছিলেন। এ সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর বিকালে মারা যান তিনি।