কম পরিশ্রমের ফসল লাউ আবাদে ভাগ্য বদল

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক মহলস্নার জালালের ঢালের ছাতিন তলার আমিনুল ইসলাম সুরমা জাতের লাউ আবাদ করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। আমিনুলের ভাগ্য খুলে দিয়েছে অল্প পরিশ্রমের এ লাউ। সারি সারি জাংলায় গোটা গোটা লাউ এখন আমিনুলকে স্বস্তি দিচ্ছে। আটঘরিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, 'আমরা আমিনুলকে নিয়মিত পরামর্শ ও নানা উপকরণ দিয়ে সহযোগিতা করছি। প্রচুর লাউ গাছে শোভা পাচ্ছে। আমিনুল ইসলাম জানান, 'এবার লাউ খুব ভালো হয়েছে। প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা পাইকারি দরে এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার লাউ বিক্রি করেছি। আরও ১ লাখ টাকার লাউ বিক্রি করা যাবে।' কৃষি দপ্তরের আরেক কর্মকর্তা জামিলা আক্তার জানান, 'আমরা একাধিকবার আমিনুলের লাউ জাংলা পরিদর্শন করে পরামর্শ দিয়েছি। প্রচুর লাউ ধরেছে। এই লাউ গাছের পেছনে প্রচুর পরিচর্যা ও শ্রম দিয়ে থাকেন আমিনুল। তার জানা রয়েছে লাউ গাছে পরিমিত কীটনাশক ও পানি সেচ এবং আগাছা পরিষ্কার করতে হয়।'