ফতুলস্নায় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

বদলগাছীতে বাড়ি লিখে নিতে শ্বশুরকে হত্যা দুই জেলায় দুইজনের আত্মহত্যা

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুলস্নায় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। অন্যদিকে নওগাঁর বদলগাছীতে বসতবাড়ি লিখে নিতে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ ও ফরিদপুরের সালথায় যুবকের আত্মহত্যা মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় কিশোরগ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে তামিম (১৮) নামে এক যুবককে হত্যা করেছে। ঘটনার পর পরই পুলিশ কিশোরগ্যাংয়ের দুই সদস্য রায়হান (১৬) ও ফালানকে (১৭) আটক করে। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়। নিহত তামিম ফতুলস্নার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের ছেলে। এর আগে গত শুক্রবার রাতে ফতুলস্নার লালপুর পৌষাপুকুরপাড় এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গ্রেপ্তাররা হলো- ফতুলস্নার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের ছেলে রায়হান ও একই এলাকার মনির হোসেনের ছেলে ফালান। জানা যায়, বড় ও ছোট ভাই নিয়ে তামিমের সঙ্গে অভিযুক্ত কিশোরগ্যাংয়ের কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিক ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃতু্য হয়। ফতুলস্না মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. শাহালম বাদী হয়ে চারজনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ফতুলস্না মডেল থানায় মামলা করেছেন। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে জামাই ও মেয়ের বিরুদ্ধে বসতবাড়ি লিখে নিতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার সদর ইউপির গোরশাহী জাইজাতা গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর বেগম ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগে জানা গেছে। জানা যায়, গ্রামের আবুল হোসেন টুরুকে (৮০) তার জামাই আব্দুস সালাম ও মেয়ে আঙ্গুর বেগম মাঝেমধ্যে বসতবাড়ি লিখে দিতে বিভিন্নভাবে নির্যাতন করত। নির্যাতনের শিকার হয়ে ৪ দিন আগে আবুল হোসেন টুরু বদলগাছী থানায় মেয়ে আঙ্গুর ও জামাই সালামের নামে অভিযোগ করেন। অভিযোগের খবর পেয়ে গত রোববার বিকালে শয়নঘরে বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। এ সময় টুরুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে মারপিট বন্ধ করে। প্রতিবেশীরা বলেন, টুরুর নামে বসতবাড়ি ও ৬ কাঠা জমি আছে। এবং টুরুর একজন সৎ ছেলে রয়েছে। তাকে বঞ্চিত করার লক্ষ্যে ঘটনাটি ঘটে। বদলগাছী থানার ওসি শাহাজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আবুল হোসেন টুরুর ছেলে বাবু বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার আসামি আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুরকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুরে আফরিন নাহার (১৪) নামে এক নাবালিকা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার পর স্বামীর বাড়িতে তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ওই নাবালিকা। স্থানীয়রা জানান, উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর পশ্চিম পাড়া গ্রামের মুরাদ হাসানের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মুরারিপুর গ্রামের আমিনুল ইসলামের নাবালিকা কন্যা আফরিন নাহারের। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ বেড়েই চলছিল। রোববার সন্ধ্যায় মুরাদের বাড়ির লোকজন হঠাৎ চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে দেখেন, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে মৃতু্যর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় সুদের টাকার চাপে আসাদ শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকালে উপজেলার বলস্নভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে। পরিবার জানায়, আসাদ সংসারের বড় ছেলে। প্রায় দুই বছর আগে তার ছোটভাই মাসুদকে বিদেশে পাঠানোর জন্য পাশের নগরকান্দার বেতাল গ্রামের সুদকারবারী ইস্তাম কাজীকে কাছে চার লাখ টাকা সুদের ওপর নেন। পরে ছোটভাইকে বিদেশ পাঠানোর ব্যাপারে প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আসাদ গত দুই বছর ধরে ওই চার লাখ টাকায় প্রতিমাসে ইস্তামকে ৩২ হাজার টাকা সুদ দিয়ে আসছিলেন। তবে অভাবের কারণে গত দুই মাস ধরে সুদের টাকা দিতে পারেননি। তাই রোববার সকালে ইস্তাম কাজী বাড়িতে এসে আসাদকে গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখান। এতে ক্ষিপ্ত হয়ে আসাদ গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।