কেরানীগঞ্জে অপহৃত জান্নাত ফেনী থেকে উদ্ধার অপহরণকারী গ্রেপ্তার
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে অপহৃত সাত বছরের শিশু জান্নাতকে ফেনী থেকে উদ্ধার করেছের্ যাব। অভিযানে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী বিলস্নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালের্ যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
র্
যাব জানায়, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় বসবাসকারী সাজিয়া আক্তার (২৯) তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গত ৮ নভেম্বর বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় নিখোঁজ হয় সাজিয়ার শিশুকন্যা জান্নাত। ওইদিন সন্ধ্যায় বিলস্নাল নামে এক ব্যক্তি জান্নাতের মা সাজিয়াকে ফোন করে জানান, জান্নাতকে জীবিত পেতে হলে মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দিতে হবে। সন্তানের কথা ভেবে অপহরণকারী বিলস্নালকে বিকাশের মাধ্যমে মোট ১০ হাজার টাকা দিলে আরও ৯০ হাজার টাকার জন্য জান্নাতের মা সাজিয়াকে হুমকি দেন অপহরণকারী।
এ ঘটনায় গত রোববার কেরানীগঞ্জ মডেল থানায় বিলস্নাল মিয়াসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা করেন সাজিয়া। রোববারর্ যাব-১০ ওর্ যাব-৭ এর যৌথ অভিযানে ফেনীর মধ্যম রামপুর এলাকা থেকে জান্নাতকে উদ্ধারসহ অপহরণকারী বিলস্নালকে গ্রেপ্তার করা হয়।