মিরসরাইয়ে কারসাজি থামাতে 'ন্যায্য মূল্যের বাজার'
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই বাজারের কারসাজি থামাতে বিনির্মাণ ছাত্র সংগঠনের উদ্যোগে 'ন্যায্য মূল্যের বাজার' ব্যানারে বিক্রি হচ্ছে সবজি। এতে বাজার করে ক্রেতারাও খুশি হচ্ছেন।
সোমবার সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিনের সার্বিক সহযোগিতায় সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরসরাই উপজেলা সদরের ফুটওভার ব্রিজের নিচে অস্থায়ী ন্যায্য মূল্যের বাজারে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিনির্মাণ ছাত্র সংগঠনের খোলা ন্যায্য মূল্যের বাজারে গোলাম মর্তুজা, জোবায়ের ও নুরুল আলমসহ একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সাধারণ বাজারের তুলনায় কম দামে তারা পণ্য কিনতে পেরেছেন। তারা দাবি জানান, বাজারের সিন্ডিকেট দমন করতে এ ধরনের কর্মসূচি আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকের বাজার বসেছিল।
সংগঠনের আহ্বায়ক তানভীর হোসেন বলেন, 'বাজার কারসাজি দমন করতেই কালো বাজারিদের সিন্ডিকেট ভেঙে দ্রম্নত বাজার নিয়ন্ত্রণ করে দাম সহনীয় মাত্রায় না আনতে পারলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে'।