চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। গত রোববার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, 'চাঁদাবাজির যে বিষয়টা সামনে এসেছে এটা নিয়ে আমরা খুবই বিব্রত। আমরা এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছি। রাজবাড়ীতে কোনো চাঁদাবাজি হবে না।' তিনি আরও বলেন, 'সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা যাবে না। সরকারের যেসব স্বার্থ আছে তা সংরক্ষণ করব। আমাদের সবার দায়িত্ব সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা।' আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন- রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর রেজাউর রহমান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার উপ-পরিচালক মলিস্নকা, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমীন ফাতেমা প্রমুখ।