শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাবি অধ্যাপক আমিনুল

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

রাবি প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এম আমিনুল ইসলাম। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর-এর দায়িত্ব পালন করেন। প্রফেসর আমিনুল ইসলাম জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। আগস্ট ২০১৬ থেকে অদ্যাবধি টিএমএসএস'র এডভাইজার এবং জুলাই ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসা শুরু হওয়ার পর ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন।