সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
বীজ বিতরণ
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
দাউদকান্দিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হৃদয়।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মেনকেয়ার অ্যাম্বাসেডর/মেনকেয়ার দ্রম্নতদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারত্বের ভিত্তিতে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার রেজাউল করিম চঞ্চল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল স্বপনসহ আরও অনেকে।
আলোচনা সভা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে চৌয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চৌয়া আত-তাক্বওয়া জামে মসজিদের সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (ভিপি মনির)। ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি টিপু সুলতান ও ইউনিয়ন ছাত্রদল নেতা ইস্রাফিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলফাজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
ফুটবল প্রশিক্ষণ
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্লাবের প্রতিভাবান ২০ জন স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ৪০ জন কিশোরীর জন্য ৭ দিনব্যাপী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে উখিয়ার থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এতে সহযোগিতা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৮ এপিবিএন'র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাদী। স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
বিদায় সংবর্ধনা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রধান শিক্ষক মোকসেদ আলী, লিয়াকত আলী, শহর বানু, রামানন্দ রায়, আবেদ আলী, অবেন্দ্র নাথ রায়, সেলিম উদ্দীন, আনোয়ার হোসেন, হেমন্ত কুমার রায়. দবিরুল ইসলাম, মোজাম্মেল হক, হারুন অর রশিদ, মোজাফফর হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচি
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখে দিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার বিকালে প্রধান সড়কের বৈলছড়ি বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক মেম্বার হাফেজ মোহাম্মদ রমিজ, ওয়ার্ড বিএনপির সাবেক
\হসাধারণ সম্পাদক ফয়জুর রহমান প্রমুখ।
সমাবেশ অনুষ্ঠিত
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে পৌরসভা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্যর্ যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চন্দনাইশ পৌর সদর মোড়ের্ যালি শেষে সমাবেশে পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরীর সঞ্চালনায় পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ টি এম মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুসহ অন্য নেতারা।
বৃক্ষমেলা
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক জোন'র যৌথভাবে আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সোমবার থেকে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলস্নাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোলস্না মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, চেম্বার পরিচালক তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ।
প্রশিক্ষণ কোর্স
ম শেরপুর প্রতিনিধি
শেরপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার শেরপুর উপজেলা পরিষদ ভবনে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (গ্রেড-১), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মো. আব্দুল কাইয়ুম। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুলস্নাহ আল মাহমুদ ভূইয়া'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার শেরপুর, মো. তোফায়েল আহাম্মেদ, গবেষণা কর্মকর্তা স্থানীয় সরকার ঢাকা মো. মাহ্জার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেরপুর সদর উপজেলা শেরপুর মো. আরিফুর রহমান প্রমুখ।
বীজ বিতরণ
ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫৬০০ প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এসিল্যান্ড ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার ফরিদ আহম্মেদ, কৃষক সুজন মাহমুদ ও মিজানুর রহমানসহ অন্যান্যরা।
বৃক্ষরোপণ অভিযান
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলার যেহীন আহমেদ একাডেমি ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান'র সভাপতিত্বে ও বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত সাংবাদিকের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন'র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. রুহুল আমিন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ, সহ-সভাপতি মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক কাজী রহমান, কোষাধ্যক্ষ মো. শামসুজ্জামান সেন্টু, সদস্য মো. ফরিদ, সদস্য মো. সাহাদুল বাবু, আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এসএম কামাল উদ্দিন টগর, সহ-সভাপতি রওশন আরা শিলাসহ অন্যান্যরা।
কৃষি প্রণোদনা বিতরণ
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা হিসেবে ২ হাজার ৭শ' কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের নতুন কার্যালয়ের সভা কক্ষে সার ও বীজ বিতরণ উদ্বোধন করনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহানুর রহমান'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।
সার বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪-২৫ অর্থবছরে, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা অফিসার গোলাম মোস্তফা, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সার ডিলার খাইরুল আলম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতা
ম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমির হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মো. হাবেল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. কামাল পারভেজসহ অনেকে।
সচেতনতা সভা
ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে কীটনাশক কোম্পানী সিনজেন্টার আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও গলাচিপা থানার ওসি তদন্ত জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ প্রডাক্ট সিকিউরিটি অফিসার মেজর জামাল হায়দার (অব.)।
সুধী সমাবেশ
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ডুগডুগীহাট কলেজ মাঠে পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মিঠু সিদ্দীকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুনছুর আলী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট
ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা রায়পুরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। রোববার সন্ধ্যায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম, থানার ওসি আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
চিকিৎসা সেবা
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে গুড নেইবারসের ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জাপান পস্ন্যাটফর্মের অর্থায়নে শনিবার সকালে উপজেলার আজাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি ডিরেক্টর গুড নেইবারস বাংলাদেশ এম মাইন উদ্দিন মাইনুল। বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ডা. মাসুদ জাহান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রজেক্ট কর্ডিনেটর গুড নেইবারস জাপান ইউকি ইউশমোরা।
স্মরণ সভা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুস্তাক আহামেদের ১২তম মৃতু্যবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পাটবাজারে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন, ইশতিয়াক আহমেদ বাবু, জেলা ওলামা দলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভা
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার হল কক্ষে ওলামা ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল আল-ফরিদীর সঞ্চালনায় ও মাওলানা মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি কারি মো. ওসমান গণি। প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন বিন সুরুজ।