সড়ক দুর্ঘটনা

তিন জেলায় নিহত ৪

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ময়মনসিংহের ফুলপুরে এক, ঝিনাইদহে দুই ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুর উপজেলার আনোয়ার খিলা নামকস্থানে ময়মনসিংহ-শেরপুর সড়কে বুধবার দুপুরে সড়ক দুর্র্ঘটনায় আয়নাল হক (৩৫) নামে এক রাইস মিল শ্রমিকের মৃতু্য হয়েছে। জানা যায়, স্থানীয় চেরাগআলী রাইস মিল চালক আয়নাল হক ভ্যান গাড়ীযোগে ফুলপুর বাসস্ট্যান্ড আসার পথে পিছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃতু্য ঘটে। ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঝিনাইদহ : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হল, সদর উপজেলার কাশিপুর গ্রামের হাফিজ মন্ডলের ছেলে মোজাম্মেল মন্ডল (৬০), একই উপজেলার সাধুহাটি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মোটর সাইকেল চালক হোসেন আলী (২৮)। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বুধবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ শহর থেকে নসিমন যোগে বাড়ি ফিরছিল মোজাম্মেল মন্ডল। পথিমধ্যে চুলকানি বাজার এলাকায় পৌছালে নসিমনের চাকা ভেঙ্গে রাস্তার পাশে সিটকে পড়ে মোজাম্মেল। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। এছাড়া দুপুর ২টার দিকে হরিনাকুন্ডু উপজেলা শহর থেকে সদর উপজেলার সাধূহাটি গ্রামে মোটর সাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিল হোসেন আলী। পথিমধ্যে ধর্মতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে বৈদু্যতিক খাম্বার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা ছাত্রলীগ নেতা শরীফ মুহাম্মদ সাঈম-(২৫) নিহত হয়েছেন। এ সময় নয়ন (২২) নামে অপর মোটর সাইকেল আরোহী আহত হয়। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে কুমিলস্না-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শরীফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে শরীফ ও তার বন্ধু নয়ন মোটর সাইকেলযোগে জেলা সদর থেকে সরাইল-বিশ্বরোড যাওয়ার পথে মোটর সাইকেলটি সুহিলপুর এলাকায় পৌছে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরীফ ও নয়ন আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।