ফুলপুর-তারাকান্দায় ঝড়ে ক্ষতি, নিহত ১

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছ ভেঙে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, সোমবার রাত ৮টার দিকে আধঘণ্টার মতো স্থায়ী এক ঝড়ে দুই উপজেলার বিভিন্ন গ্রামে তুমুল ঝড়ো বাতাসে অন্তত ২৫টি কাঁচা-পাকা ঘর ভেঙে যায়। এছাড়া গাছপালা ভেঙে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ও অনেক মাদ্রাসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এদিকে, গাছ ভেঙে দেয়ালের চাপায় ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের দানু শেখের ছেলে হালিম মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।