ভাঙ্গুড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সাবরেজিস্ট্রার অফিসের কাজ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সাবরেজিস্টার অফিসের কাজকর্ম। এতে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভীতি থাকলেও অন্য কোনো উপায়ান্তর না পেয়ে অগত্য সেখানেই জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের নিত্যদিনের কাজকর্ম। সরেজমিন গত সোমবার ভাঙ্গুড়া সাবরেজিস্ট্রারের কার্যালায়ে গিয়ে দেখা যায় যে, উপজেলা চত্বরের উপজেলা নির্বাচন অফিসের পশ্চিম পাশে ও উপজেলা প্রশাসন মূল ভবনের পূর্ব দিকের পুরাতন আদালত ভবনের একটি কক্ষে সাবরেজিস্টার অফিস। ভেতরে প্রবেশ করে দেখা মিলল হাজারো নতুন পুরাতন নথিপত্রের স্তুপ। আবার কতোগুলি নথি কক্ষের ভিতরের পাশ দিয়ে সাজিয়ে রাখা আছে। কিন্তু ভবনটির উপর দিকে তাকালে তার আসল দৈন্যতা চোখে পড়ে। ভবনটির বিমের কিছু অংশ ও ছাদের প্যলাস্টার খুলে পড়তে শুরু করেছে। সেখান দিয়ে বেড়িয়ে আসছে রড। স্থানে স্থানে ধরেছে ফাটল। এমন কি সাবরেজিস্ট্রারের কক্ষটিতে প্যলাস্টার খুলে খুলে পড়ছে। যে কোনো সময় তা বড় ধরণের দুর্ঘনার রুপ নিতে পারে। এ বিষয়ে সাবরেজিস্ট্রার মো. মিলস্নাত হোসেন জানান, ঝুঁকিপূর্ণ ভবনের ছবিসহ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট কে অবগত করলে তাদের পক্ষ থেকে একটি চিঠি এসছে যে ভবনটিকে পরিত্যক্ত ঘোষনা করা হোক কিন্তু কে পরিত্যক্ত ঘোষনা করবে তা পরিষ্কার নয়। এ ব্যাপারে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ওই ভবন তিনি পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, অচিরেই এই সমস্যার সমাধান হবে।