সিরাজগঞ্জে শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা ধানের সমারোহ। তবে ধান কাটার শ্রমিক সংকটের কারণে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক। একদিকে বাজারে ধানের মূল্য কম, অপরদিকে শ্রমিক সংকটের কারণে ধান কাটার শ্রমিকের মজুরিও বেশি। প্রায় দেড় মণ ধানের দামে মিলছে একজন শ্রমিক। তাই নিরুপায় হয়ে শ্রমিককে বাড়তি মজুরি দিয়েই ধান কাটতে হচ্ছে কৃষককে। অনেকে আবার শ্রমিক সংকটের কারণে নিজেই ধান কাটছেন। ফলে বোরোর বাম্পার ফলন হলেও শ্রমিকের বাড়তি মজুরি এবং বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন অনেক কৃষক। রায়গঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক পলান সেখ জানান, এবার তিনি ৬ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। প্রতি বিঘাতে প্রায় ২০ মণ ধান হয়েছে, কিন্তু শ্রমিক সংকটের কারণে তিনি নিজেই ছেলেকে সঙ্গে নিয়ে ধান কাটছেন। ব্রহ্মগাছা ইউনিয়নের রান্ডিলা গ্রামের বেশ কয়েকজন কৃষক জানান, এ বছর জমিতে ইরি, বোরো ধান চাষ করেছেন তারা। শ্রমিক সংকটের কারণে এখনো জমির সব ধান কেটে ঘরে তুলতে পারেননি। কৃষক বাদশা জানান, ধানের ফলন ভালো হয়েছে তবে শ্রমিক সংকটের কারণে দ্বিগুণ টাকা দিয়ে ধান কাটতে হচ্ছে এবং বাজারে ধানের দাম কম হওয়ায় এবার কৃষকদের লোকসানে পড়তে হবে।