৩ জন ডাক্তারে চলছে কাহারোল হাসপাতাল

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
মাত্র ৩ জন ডাক্তার দিয়ে চলছে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স। ফলে এই উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দেড় লাখ জনগোষ্ঠীর সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দিনাজপুরের কাহারোল উপজেলাটি ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। আর এই উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় দেড় লাখ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স। কিন্তু স্বাস্থ্য কমপেস্নক্সটি বর্তমানে চিকিৎসক সংকটে ভোগায় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই বিশাল জনগোষ্ঠী। এ ছাড়াও হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে রয়েছে এক্স-রে মেশিনের ফিল্ম সংকট। জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট সরকারি এই স্বাস্থ্য কমপেস্নক্সে ১৫টি পদে ডাক্তার থাকার কথা থাকলেও কাগজেকলমে আছে মাত্র ৫ জন। এর মধ্যে একজন আছেন মাতৃত্বকালীন ছুটিতে আরেক জন আছেন ডেপুটিশনে। বাকি তিনজন ডাক্তার দিয়ে কোনো রকমে চলছে স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসা সেবা কার্যক্রম। এদিকে হাসপাতালটিতে চিকিৎসক সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি জানান, এতে করে প্রশাসনিক কাজ করতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া আউটডোরে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হয়। কারণ হাসপাতালে কর্মরত মাত্র দুজন ডাক্তারের পক্ষে প্রতিদিন এত রোগী দেখা সম্ভব হয় না।