রাবিতে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

রাবি প্রতিনিধি
রাবিতে ভিসিকে অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন -যাযাদি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রাবি সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান মুর্তজার সভাপতিত্বে বক্তব্য দেন, সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ন কবির, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সরওয়ার, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শিবলী ইসলাম, রাজশাহী মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ। রাবি শাখা ঘাতক দালাল নির্মূল কমিটির বর্তমান সভাপতি রবিউল সরকার রুবেলের সঞ্চালনায় সোহরাওয়াদী হলে প্রাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, ভিত্তিহীন বানোয়াট তথ্য দিয়ে রাবি ভিসির বিরুদ্ধে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, এটা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি একটি সম্মানিত পদ আর ওই পদের সম্মানিত ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্র। তিনি আরও বলেন, যথাযথ নিয়ম মেনেই ড. সোবহান বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এ ষড়যন্ত্রের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধে বিশ্বাসী নন বলে মন্তব্য করেন তিনি।