দখলে বিলীন হচ্ছে তুরাগের খিদির খাল

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

তুরাগ (উত্তরা) সংবাদদাতা
রাজধানীর তুরাগ ও উত্তরার একমাত্র পয়ঃনিষ্কাশনের খাল, খিদির খালটি দখল হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত পালস্না দিয়ে চলছে দখল উৎসব। দখল নিয়ে হামলা মামলা ও সংঘর্ষের ঘটনা থামছে না। খাল দখলের ফলে তুরাগ নদীর সঙ্গে সংযোগটি সরু হয়ে যাওয়ায় ময়লা আবর্জনা সরে না। ফলে নোংরা ময়লার নিত্য দুর্গন্ধ সইতে হচ্ছে দুই পারের মানুষকে। এর ফলে নানা রোগব্যাধি লেগেই থাকছে নিয়মিত। সরেজমিনে দেখা যায়, রাজধানীর তুরাগের ১০ নং সেক্টর সুইচ গেইট থেকে ১২ নং সেক্টর খালপাড় পর্যন্ত এই খালটির দুই পাশে পালস্না দিয়ে চলছে দখলের মহোৎসব। বিশেষ করে ১২ নং সেক্টর ১৯ নং সড়ক এবং তুরাগের টেক পাড়া ব্রীজ এলাকাটি দখলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দখল নিয়ে উত্তরা ৫১ নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ শরিফুর রহমান বলেন, কয়েকদিন আগে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখন আবার দোকানপাট বসানোর খবর পাচ্ছি। যা মোটেও সহ্য করা হবে না। খালের দুই পাশ দখলমুক্ত করে অচিরেই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। তাছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য খালের পাশে ওয়ার্ক-ওয়ে বড় করা হবে। স্থানীয় অনেকে জানায়, বর্তমানে এক ঘন্টার বৃষ্টিতেই তুরাগ পরিণত হয় জল মহলে। যথাযথ সুয়ারেজ লাইন না থাকায় টেকপাড়ার সড়কটি দিয়ে প্রতিনিয়ত গড়িয়ে আসে বাসাবাড়ির ময়লা আবর্জনা পানি। যার ফলে এখানকার বাসিন্দাদের উপর প্রভাব পড়ছে নানা সংক্রামক রোগ-ব্যাধির।