আটোয়ারীতে শ্মশানের জমি নিয়ে বিরোধের ঘটনায় তদন্ত

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারীতে শ্মাশানের জমি নিয়ে বিরোধের ঘটনায় সরেজমিনে তদন্ত হয়েছে। জানা গেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ মাছুয়ারপাড়া এলাকার শ্মশানের জমি একই এলাকার জনৈক উপজেলা ভূমি অফিসের কর্মচারী ওহাব আলী শ্মশানের দাগভুক্ত জমির এক চতুর্থাংশ ক্রয় করে সম্পূর্ণ অংশ দাবি করায় শ্মশান কমিটির সাথে ওহাব আলীর বিরোধ সৃষ্টি হয়। শ্মশানের জমি রক্ষায় কমিটির লোকজন জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। তথ্য মতে, বিরোধ নিষ্পত্তির জন্য একদিকে শ্মশান কমিটি জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন। অপরদিকে ওহাব আলী তার ক্রয়কৃত জমি উদ্ধারে শ্মশান কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে ১১ মে শনিবার সকালে অ্যাড. মো. মারুফ সাজ্জাদ প্রধান সরেজমিনে তদন্তে আসেন। এ ব্যাপারে শ্মশান কমিটির সভাপতি অভিনাশ চন্দ্র সহ অন্যান্য সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওহাব আলী ভূমি অফিসের কর্মচারী হওয়ায় আমাদেরকে প্রায় সময় মামলার হুমকি-ধামকি দিয়ে থাকেন। তিনি আদালতে মামলা করেছেন, তার তদন্ত এসেছে। অথচ আমরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রেরণ করেছি, সেই স্মারকলিপির কোন খোঁজ-খবর নাই। বিষয়টি দুঃখজনক। অপরদিকে ওহাব আলী বলেন, আমার ক্রয়কৃত জমি রক্ষায় আদালতের আশ্রয় নিয়েছি। শ্মশানের জমিকে ঘিরে সৃষ্ট বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় ক্ষেপন করলে যে কোন মুহুর্তে আইন-শৃঙ্খলার চরম অবনতির আশংকা রয়েছে বলে এলাকাবাসী মনে করেন।