সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান -যাযাদি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গত সোমবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, 'শিল্পকলার সঙ্গে মাটি ও প্রাণের টান মিশে আছে, যা দেশের মানুষের সঙ্গে জড়িত। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা লালন করার জন্য শিল্পকলা একাডেমি। এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যা প্রত্যেক এলাকায় থাকা উচিত।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম বেলায়েত, উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ও উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সেবগাতুলস্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে