৩০ বছর পর সম্পত্তি বুঝে পেল মালিক

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় ৩০ বছর ধরে আইনি লড়াই করে অবশেষে সম্পত্তি বুঝে পেলেন বৈধ মালিক আবদুল হক গং। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে পৌঁছে ৫৬ শতাংশ সম্পত্তি বুঝে দেন বৈধ মালিককে। জানা যায়, উপজেলার এনায়েতপুর মৌজার ৫৬ শতাংশ সম্পত্তি নিয়ে ১৯৯০ সাল থেকে গনু বেপারীগং ও হাফেজ আবদুল হক গং দের মধ্যে আদালতে মামলা চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহামাণ্য হাইকোর্ট বিভাগ ২০১৭ সালের হাফেজ আবদুল হক গংদের পক্ষে ডিক্রি প্রদান করেন। আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আবদুল হক গংদের মাঝে সম্পত্তি বুঝে দেয়া হয়।