বাংলাদেশের পোশাক খাতের দক্ষ জনশক্তি নিতে চায় ইথিওপিয়া

প্রতিনিধি দলের সঙ্গে বিকেএমইএর মতবিনিময়

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
গতকাল ইথিওপিয়া ও ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনের (ইউনিডো) সাথে বিকেএমইএর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
বাংলাদেশের পোশাক খাতের সাফল্য ও কর্ম দক্ষতার অভিজ্ঞতা নিতে চায় ইথিওপিয়া। চাইলে সে দেশের পোশাক শিল্প গড়ে বাণিজ্য করতে পারে বাংলাদেশের ব্যবাসায়ীরা। সেজন্য পোশাকখাতের দক্ষ জনশক্তি নিতে চায় ইথিওপিয়া। গতকাল ইথিওপিয়া ও ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনের (ইউনিডো) সাথে বিকেএমইএর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান ইথিওপিয়ার বাণিজ্যমন্ত্রী টেকা গ্যাব্রেইসিয়াস। গ্র্যাব্রেইসিয়াস তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইথিওপিয়ার শিল্পখাতে বিনিয়োগ করতে চাইলে ১৫ বছরের ট্যাক্স হলিডে, পোশাক খাতের শিল্পে ১০ বছরের ট্যাক্স হলিডের সুযোগ দেবে সরকার। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় শিল্পগুলোর মতোই বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশের ব্যবসায়ীরা এ দেশের পোশাক খাতের অভিজ্ঞতা সে দেশেও কাজে লাগাতে পারেন। সেজন্য দক্ষ জনশক্তিও পাঠাতে পারেন। অনুষ্ঠানে ২০১১ সালে বিকেএমইএর ইন্সটিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (আইএআরটি) প্রতিষ্ঠায় ইউনিডোর সহযোগিতার কথা উলেস্নখ করে বলা হয় আইএআরটি এর আওতায় উৎপাদনশীলতা, অগ্নি নিরাপত্তা, কমপস্নায়েন্সসহ প্রোডাকটিভিটি ইমপ্রম্নভমেন্ট, আপ স্কিলিং, লিন ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিষয়ে এরই মধ্যে ৭ হাজার ৫০০ জনকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা নারীর কর্মসংস্থান, বেকারত্ব দূর করা, কারখানা সবুজায়নসহ দেশীয় উৎপাদন ও রপ্তানিতে অবদান রেখে চলেছে। এসময় ইথিওপিয়ার ইটিজিইউএম এর প্রেসিডেন্ট গসু নেগাস বিকেএমইএর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করলে বিকেএমইএ'র পক্ষ থেকে সার্বিখ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক মোস্তফা জামাল পাশা, শহীদউদ্দিন আহমেদ আজাদ, ইথিওপিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ইটিআইডিআই) এর মহা পরিচালক সেলেশি লিমা, পরিচালক সিউম টেসলেব ও ডেলো বেঙ্কা, এক্সপার্ট ডিমেলাস উবে, মেকেলে গার্মেন্ট কলেজের ডিন গেটাহান লিগেসি, ইউনিডো'র ইন্টারন্যাশনাল এক্সপার্ট রাজভান লোনেলে, ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর সেগাবু টেকা, পিসিপি কোঅর্ডিনেটর ফাসিল রেডাসহ আরো অনেকে। ঢাকায় মতবিনিময় শেষে প্রতিনিধি দল নারায়ণগঞ্জের চানমারিতে বিকেএমইএর প্রশিক্ষণ কেন্দ্র ইন্সটিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (আইএআরটি) পরিদদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবীর খান শিল্পী, পরিচালক জিএম ফারুক, আশিকুর রহমান, মোরশেদ সারোয়ারসহ বিকেএমইএর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।