তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৩ নভেম্বর সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি শিল্প, ৩টি ক্যাপটিভ ও ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উলেস্নখ্য, সেপ্টেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক ও ৭৯৮৮টি আবাসিকসহ মোট ৮,১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২,২০২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে দৈনিক ৫৮,৪৯,০৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৬.৬০ লক্ষ টাকা। উক্ত অভিযানসমূহে ৪৯ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি