নওগাঁয় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ কমপেস্নক্সের সামনে প্রধান পাকা সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুইশ' নারীসহ অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহাদেবপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন 'মহাদেবপুর দর্পণ' পরিবার এর আয়োজন করে। মহাদেবপুর দর্পণের প্রকাশক কাজী রওশন জাহান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মহাদেবপুর দর্পণের সম্পাদক কাজী সাঈদ টিটো, বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমন, সাংবাদিক এমআর রাজ, পাখি গবেষক মুনসুর সরকার, মানবাধিকার কর্মী অসিত দাস, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম ও উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আজমেরি হোসেন প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সড়কের জলাবদ্ধতা নিরসনের আল্টিমেটাম দেন। অন্যথায় সড়ক ও জনপদ বিভাগের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নেওয়া হবে বলেও ঘোষণা দেন।