গাংনীতে বন্দুকযুদ্ধে তিন মাসে নিহত ৩, আটক ৫০

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে মাদক পাচারকারীরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। মাদকব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে আটক হওয়া ও আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা শর্তভঙ্গ করে আবারও শুরু করছে মাদক পাচার। তবে প্রশাসন বলছে অন্যকথা। তাদের মতে, মাদককারবারিরা নির্বিঘ্নে মাদক পাচার করতে পারবে না। প্রশাসন তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু মাদক ও মাদক পাচারকারীদেরকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তারা। তথ্য মতে, গাংনীতে শতাধিক চিহ্নিত মাদক পাচারকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে মাদক। জানা গেছে, গত তিন মাসে পুলিশ ৫০ জন মাদক পাচারকারীকে আটক করে। একই সময়ে ক্ষমতার দাপট অভ্যন্তরীণ কোন্দল ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। গত ১৭ মার্চ হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারি বুদু আলী। ১১ এপ্রিল একই গ্র?া?মে মাদককারবারি ফজলুল হক ওরফে ফজু নিহত হ?য়ে?ছেন। ২০ মে গাংনী উপজেলার করমদি গ্রামে দু'দল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে মাদককারবারি নাজমুল হোসেন নিহত হয়েছেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারীদেরকে আটক করা হচ্ছে। এ অভিযান চলছে ও চলবে।