১০ রোহিঙ্গার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
১০ জন রোহিঙ্গার বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ প্রতিহত করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে ব্রা?হ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় তাদের প্রতিহত করে ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা। ৬০ বিজিবি চন্ডিদ্বার বিওপি ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ভারতীয় ১২০ বিএসএফ রায়ের মুড়া ক্যাম্প জোয়ানরা ১০ জন রোহিঙ্গা শরণার্থীকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামের ২০৩২ এস পিলার সংলগ্ন দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তে টহলরত ৬০ বিজিবির চন্ডিদ্বার বিওপি ক্যাম্পের একদল চৌকস জোয়ান বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সীমান্তের শূন্যরেখায় প্রতিহত করেন। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে দুজন পুরুষ, দুজন নারী ও ছয় শিশু।