খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে আবারও উত্তেজনা

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট প্রত্যাহারের এক দিন পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে প্রতিশ্রম্নতি অনুযায়ী বকেয়া মজুরি না দেয়ায় এ উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, স্টার ও পিপলস পাটকলের কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন। এর আগে সকালে জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেন পাটকল শ্রমিক নেতারা। কিন্তু সেখানে বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, চলতি সপ্তাহের মধ্যে বকেয়া দুই সপ্তাহের মজুরি প্রদান এবং আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া সব মজুরি প্রদানের শর্তে শ্রমিকরা এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করে।