ঘাটাইলে যুবক হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ

৩ জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে যুবক হত্যা আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহত যুবকের পরিবার ও এলাকাবাসী। অপরদিকে বিভিন্ন দাবিতে কুষ্টিয়া, রাঙ্গামাটির লংগদু ও নাটোরের নলডাঙ্গা মানববন্ধন করেছে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিএনপির ত্যাগী নেতারা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আল আলামিন হত্যাকান্ড ঘটনায় আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে নিহত যুবকের পরিবার ও এলাকাবাসী। শনিবার পেঁচারআটা মোড়ে এ সময় সড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন আল আমিনের শিশুসন্তান আব্দুর রহমান ও আফরিন, বৃদ্ধা মা রাহেলা বেগম ও স্ত্রী সুমি আক্তার। নিহত আল আমিনের পরিবার ও এলাকাবাসী বলেন, খুনিদের ফাঁসি, দ্রম্নত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানান তারা। কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বয়াক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত ও ত্যাগী নেতারা। রোববার বেলা ১১টায় শহরের এনএস রোডে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে কর্মসূচিতে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ৫০ শতক, স্কুলের ৪০ শতক ও মাদ্রাসার ৩ শতক জায়গাসহ মোট ৯৩ শতক জমি দখল করে বাজারের নামে দাবি করছেন স্থানীয় প্রভাবশালী নেতা বাজার চৌধুরী বেলাল ও তার সহযোগীরা। জায়গা দখলমুক্ত করতে তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকাবাসী। রোববার দুপুরে চাইল্যাতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসময় বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি রহমত আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সরদার ওয়াসিম আকরাম, সাবেক প্রধান শিক্ষক ফয়েজুল ইসলাম ও সরদার টিপু সুলতান প্রমুখ। নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে গাছে টাঙানো ফেস্টুনে ব্যবহার করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদলের নেতা রাকিব হোসেন, ছাত্রদল নেতা জিয়াদ আলী, মুনছুর রহমান প্রমুখ।