তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে। গত ১৪ ও ১৭ নভেম্বর কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি শিল্প, একটি বাণিজ্যিক ও ৭৭টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর, ১৭ নভেম্বর, পর্যন্ত অভিযান চালানো করে ১০৮টি শিল্প, ৬২টি বাণিজ্যিক ও ৮০৬৫টি আবাসিকসহ মোট ৮,২৩৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২ হাজার ৪৬৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৯ লাখ ৩৬ হাজার ৩৮১ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৭.১০ লাখ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি