বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। এ সময় হাসিব সরদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।
জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট উপজেলার গরকাটা গ্রামের ভিকটিম মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত মফিজ স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী থাকায় পূর্বশত্রম্নতার জেরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এর দু'দিন পর ১৪ আগস্ট নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় এ হত্যা মামলা করেন।