ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম নির্ধারিত যশোর জেলার প্রোগ্রাম শেষে পদ্মা সেতু (উত্তর) থানা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা এবং মতবিনিময় সভা করেছেন। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। সভায় উপস্থিত ছিলেন পদ্মা সেতু (উত্তর) থানার হলদিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি সুমন ভূইয়া, আইন ও প্রচার বিষয়ক সম্পাদক রুবেল ইসলাম খান, ইলিয়াস আরাবি, হাফেজ নাঈমুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের অন্য নেতাকর্মীরা। সভায় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং চলমান সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।