আড়াইহাজারে চায়না রাইফেল উদ্ধার

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ ব্রিজের পাশে থেকে ৭.৬২ এম এম'র একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। ওসি এনায়েত হোসেন জানান, রাইফেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। সংবাদ পেয়ে তিনি নিজে উপস্থিত থেকে তা উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।