তিতাসে নিখোঁজের সাড়ে ৩ মাস পর মৃতদেহ উদ্ধার
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ মরিয়াম বেগমের হাড়গোড় উদ্ধার করেছে পিবিআই। শনিবার উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমারিয়া এলাকার ফসলি জমি থেকে এ হাড়গোড় উদ্ধার করা হয়। মরিয়ম বেগম (৬০) চরকুমারিয়া গ্রামের মধ্যপাড়ার মৃত মনু মিয়ার মেয়ে।
জানা যায়, মরিয়ম বেগম প্রায় ২৫ বছর আগে বাবার বাড়িতে এসে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ আগস্ট সন্ধ্যায় মরিয়মের একাধিক ছাগলগুলোর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন দেখতে পায় তিনি বাড়িতে নেই। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, শনিবার সকাল ১০টায় বর্গাচাষি চরকুমারিয়া গ্রামের কামাল হোসেন জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। পরে স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ কল দিয়ে থানায় জানায়। বিকালে কুমিলস্না থেকে পিবিআই এসে হাড়গোড় উদ্ধার করে।