বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নাসিরনগরে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবড়িয়া) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নাসিরনগরে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক এক ছাত্রলীগ নেতার বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামের শতাধিক মানুষ। গত রোববার বিকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত মো. শাহাবুদ্দিন দানু গুনিয়াউক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

1

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের আমলে শাহাবুদ্দিন দানুর দ্বারা গ্রামের অনেক নিরীহ মানুষ নির্যাতিত হয়েছেন। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মানুষের জায়গা দখল ও প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাবেক এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত শাহাবুদ্দিন দানু বলেন, 'এদের অভিযোগ সম্পূূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য তারা এই মানববন্ধনের আয়োজন করেছে'

নাসিরনগর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'শিক্ষকের পক্ষে মামলা হয়েছিল, তখন আমরা আসামিদের ধরেছিলাম। আজকে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনের বিষয়টি শুনেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে