আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা -যাযাদি
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী-আইনজীবী ও সাধারণ মানুষ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে জেলা অ্যাডভোকেট বার সমিতি ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- বার সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শামীমুল আক্তার, টাঙ্গাইলের পিপি (পাবলিক প্রসিকিউর) ও বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু প্রমুখ। চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্য বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, 'আমরা হত্যার বিনিময় হত্যা করব না। আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেব না। এ দেশে সংখ্যালঘুরা সুযোগ-সুবিধা পেয়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে গিয়েছে। এ দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ইসলামপন্থি হওয়ার কারণে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব বলেন, 'সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ইসকনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যে কারণে তাকে খুন হতে হয়েছে। এই হত্যায় জড়িত ইসকনের সন্ত্রাসীদের বিচার চাই।' দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি। মানববন্ধনে অ্যাডভোকেট আবু সিদ্দিক আনোয়ারীর আহ্বানে ও ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, অ্যাডভোকেট শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার প্রমুখ। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন কফিল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব কাজী শাহিন, মনিরুজ্জামান তরফদার মিন্টু প্রমুখ।