নেত্রকোনায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনায় স্ত্রী তমালিকা আক্তারকে (২০) হত্যার দায়ে স্বামী রাসেল মিয়ার মৃতু্য দন্ডাদেশ দিয়েছেন আদালত। গত বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। মামলায় অপর আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। অপর এক নারীকে এক বছরের দন্ডাদেশ দেন আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার পারিবারিক কলহের জেরে চরসিংধা ভাটিপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে একই গ্রামের রহিজ মিয়ার মিয়ার মেয়ে তমালিকা আক্তারকে ২০১৯ সালে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। তমালিকার স্বামী রাসেল মিয়া তাকে প্রায়ই মারধর করতেন। ২০২০ সালের ৮ জানুয়ারি রাতে স্বামী রাসেল মিয়া তার ভাই হিমেল মিয়া ও মা মাজেদা বেগম মিলে ৭ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী তমালিকাকে গলা কেটে হত্যা করে বসতঘরের বারান্দায় ফেলে রাখেন। আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে গত বুধবার আসামিদের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের।