রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু সরকারি কলেজের প্রভাষক হারুনুর রশিদের সভাপতিত্বে ও আনিছুর রহমানের সঞ্চালনায় এ সংর্বধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবিব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, যুবদলের আহ্বায়ক জানে আলম, ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসা কমপেস্নক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ ও মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সভাপতি রায়হান, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার।