তালোড়ায় আমন ধান ও চাল সংগ্রহ শুরু
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে তালোড়া খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ মোবারক আলী, তালোড়া চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু, ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা হাসেন খান।