বোয়ালমারীতে ছাগলের পিপিআর টিকা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ছাগলের পিপিআর টিকা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ছাগলের পিপিআর নির্মূলের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ভ্যাকসিনের অতিরিক্ত ব্যবহার দেখিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ করেছেন আবুল কাশেম নামে একজন। এদিকে, টিকায় অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী।
পিপিআর টিকা কর্মসূচিতে কিছুটা এলোমেলো হাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, 'আমি এখানে নতুন যোগদান করেছি। এখানে যোগদানের পূর্বে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে ছিলেন ডা. আলীম মোল্যা। আমি দুই সপ্তাহ টিকা কর্মসূচি চালানোর পরে ট্রেনিংয়ে চলে যাই। পুনরায় ডা. আলীম মোল্যা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল কেউ।'
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন (ভি.এস) ডা. আব্দুল আলীম জানান, তিনি দায়িত্বে থাকাকালে কোনো টিকা আসেনি।
রোববার সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজিব বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে আমি অবগত আছি। ব্যবহৃত হয়নি এ রকম কয়েক হাজার পিপিআর টিকা ফেরত দিয়েছেন।'