আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না :মান্না
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'আমরা বিদেশের বন্ধুত্ব চাই, কিন্তু প্রভাব চাই না। জনতার ন্যায্য লড়াইয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র যেই করুক, জিততে পারবে না।'
গত শনিবার বিকালে চাঁদপুর প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য চাঁদপুর জেলার আয়োজনে মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, 'যে দেশে বিচার নেই, মানুষের প্রতি মানুষের সম্মান নেই, ক্ষমতাসীন মানুষের বাহিরে কথা বলার অধিকার নেই, সেরকম দেশ চাই না।।'
নাগরিক ঐক্য চাঁদপুর জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুলস্নাহ কায়সার।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষারুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুলস্নাহ সেলিম প্রমুখ।