রাজনীতিতে ভালো লোকদের আসা প্রয়োজন আছে
-ড. মো. সবুর খান
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, 'রাজনীতির জন্য যা করতে হয় সেটি আমি করতে পারছি না। যে কারণে আমি রাজনীতিতে আসছি না। রাজনীতিতে ভালো লোকদের আসা প্রয়োজন আছে। আমি মনে করি, আমাদের চাঁদপুরেও একজন ভালো রাজনীতিক আসবে।'
শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি বলেন, 'চাঁদপুরের সাংবাদিকদের কমিউনিটি অনেক শক্তিশালী। দৈনিক চাঁদপুর কণ্ঠ দিয়ে দৈনিক পত্রিকা শুরু হলেও এখন অনেকগুলো দৈনিক পত্রিকা আছে। তার মানে আপনারা টিকে আছেন। এই যে আপনারা টিকে আছেন, এটিও আলস্নাহর কাছে শুকরিয়া।'
প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন ও আব্দুল আউয়াল রুবেল। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ড. মো. সবুর খানকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।