বিএনপি জনগণকে নিয়ে এই সরকারের সঙ্গে আছে
-কাইয়ুম চৌধুরী
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিলেট অফিস
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, 'বিএনপি দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে এই সরকারের সঙ্গে আছে। কোনো অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ, এই সরকার ব্যর্থ হলে ১৮ কোটি মানুষের বিপস্নব ব্যর্থ হয়ে যাবে।'
শনিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোলস্নারগাঁও ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকভ কোহিনূর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে মোলস্নারগাঁও ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আফরোজ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুনাহর আলী সুহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও কোহিনূর আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, জামাল মিয়া, আব্দুল মালিক মলিস্নক, পাবেল রহমান, জামাল আহমেদ মেম্বার, রায়হানুল হক, রিফল আহমদ প্রমুখ।