স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে হবে :বিভাগীয় কমিশনার

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত শরীরে প্রবাহমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নে জাতিসংঘ নির্দেশিত টেকসই উন্নয়ন গোল (এসডিজি) বাস্তবায়নে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক করেছেন, বিনামূল্যে ৩০ প্রকারের ওষুধ সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে আমদের গড় আয়ু বেড়ে ৭২ বছর হয়েছে। যা আগামী ৫ বছর পর ৮০ বছর হবে। তাই যার যার জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। মেধাশক্তি প্রয়োগ করে লোকাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারলেই নির্দেশিত এসডিজি বাস্তবায়ন হবে। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে টেকশই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মো. হোসেন আলী খোন্দকার, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জহিরুল ইসলাম। প্রসঙ্গত এ কর্মশালায় সরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ ছিল বেশি।