মেঘনায় সংঘর্ষে লঞ্চে ফাটল ও বাল্কহেড ডুবি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
বরিশালের হিজলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি যুবরাজ-৭ ও বালুবাহী বাল্কহেড এমভি সিয়ামের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাল্কহেডটি ডুবে গেছে এবং লঞ্চটির তলায় ফাটল দেখা দিয়েছে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত লঞ্চে থাকা ৩শ'র মতো যাত্রীকে এমভি আওলাদ-৪ নামক লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। লঞ্চের স্টাফ ও যাত্রীরা জানান, এমভি যুবরাজ-৭ পটুয়াখালী থেকে প্রায় ৩শ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে শুক্রবার বিকালে রওয়ানা দেয়। মাঝপথে বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে এসে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এ সময় অন্য একটি লঞ্চের সাথে এমভি যুবরাজ-৭ নামক লঞ্চটিকেও নদী তীরে বেধে রাখা হয়। পরে ঝড় শেষ হলেও ভাটার কারণে লঞ্চটি চরে আটকে যায়। সকালে লঞ্চটি অন্য লঞ্চের সহায়তায় চরথেকে নামিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করানো হয়। কিছু দূর এগিয়ে হিজলার মিয়ারচর সংলগ্ন মৌলুভীরহাট নামক এলাকায় পৌঁছালে এমভি সিয়াম নামে বালুবাহী একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয় লঞ্চটির। এতে লঞ্চের তলা ফেটে গেলে তাৎক্ষণিক সেটিকে নদী তীরে নোঙ্গর করা হয় বলে জানিয়ে এমভি যুবরাজ-৭ এর মাস্টার সিরাজ বলেন, উল্টোপাশ থেকে বাল্কহেডটি এসে লঞ্চের তলায় সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা কেউ হতাহত না হলেও লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। পরে লঞ্চটিকে নদী তীরে নোঙ্গর করে যাত্রীদের এমভি আওলাদ-৪ নামক অপর লঞ্চে তুলে দেয়া হয়েছে।