আশুলিয়ায় ৪০ মণ আম ধ্বংস

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
সাভারের আশুলিয়ায় বিভিন্ন ফলের আড়তে অভিযান চালিয়ে কেমিক্যালযুক্ত আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেমিক্যালযুক্ত তিন ট্রাকে প্রায় ৪০ মণ আম ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে আমের মালিক বা কোনো আড়তদারকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল আজিজ সুপার মার্কেট ও নুরু মোহাম্মদ খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, 'বাজারে অভিযান চালিয়ে যে আমগুলো পেয়েছি, তা এখনি আসার কথা নয়। সেগুলো জুনের প্রথম দিকে আসার কথা। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক।'