বিভিন্ন স্থানে নজরুল জয়ন্তী উদযাপিত

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তীতে অতিথিরা -যাযাদি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিভিন্ন স্থানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে নজরুল জয়ন্তী ২০১৯ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ও ভারত বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নজরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকাররম হোসেন মাসুম। সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের উপপরিচালক রাশেদুল আনাম। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক প্রফেসর আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিসা সুলতানা, এনডিসি সিপতি রহমান প্রমুখ। , নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।