অযত্ন অবহেলায় গণকবরটি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
অবহেলা আর অযত্নে কলারোয়া ফুটবল মাঠের পাশে অবস্থিত '৭১-এ মহান মুক্তিযুদ্ধে মুক্তিকামী শহীদদের গণকবরটি। ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়ায় হঠাৎ করে দেখলে গণকবরটিকে কেউ কেউ ডাস্টবিন বলে ভুল ভাবতে পারেন। টাইলস বসিয়ে সামনের গেট সুন্দর করা হয়েছে কিন্তু ভিতরে মূল গণকবরটির অবস্থা অত্যন্ত নাজুক। সরেজমিনে দেখা ও জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে ও দেশের উন্নয়নের প্রত্যয়ে কলারোয়া এলজিইডি ২০১৮-১৯ অর্থবছরে 'মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ পুনর্নির্মাণ' প্রকল্পে কলারোয়া বাজার বলফিল্ড সংলগ্ন ৬টি গণকবর মেরামত ও সংরক্ষণ করে। স্থানীয়রা জানান, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলেই শুধু এটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যায়। বছরজুড়ে বাকি দিনগুলোতে প্রায়ই অপরিষ্কার চোখে পড়ে।