সাগরে মাছ ধরা বন্ধে দুশ্চিন্তায় জেলেরা

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
সাগরে মাছ ধরা বন্ধের সরকারি সিদ্ধান্তে বিপাকে পড়েছে চট্টগ্রামের আনোয়ারার মৎস্যজীবীরা। ঈদকে সামনে রেখে দুঃষহ জীবন-যাপনে পড়তে যাচ্ছে উপকূলের এসব মৎসজীবী। নিবন্ধিতরা কিছু সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিতরা কিছুই পায়নি বলে জানিয়েছেন জেলেরা। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন আনোয়ারার  জেলে ও মৎস্যজীবীরা। আনোয়ারায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে প্রায় ১০ হাজার মৎস্যজীবী রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নিবন্ধিত মাত্র তিন হাজার ৫৮২ জন। আনোয়ারা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মে মাসের শেষের দিক থেকে জুলাই মাস পর্যন্ত বঙ্গোপসাগরে মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রজননকাল। এ কারণে সাগরের মাছসহ প্রাণিজসম্পদ রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বঙ্গোপসাগরের পাশাপাশি নদীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আনোয়ারার দক্ষিণ গহিরা এলাকার জেলে শওকত নূর বলেন, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে তার সংসার। পেটের যন্ত্রণায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে, ঝড়-তুফান ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করতে যাই।  একদিন যেতে না পারলে পুরো পরিবার উপোস থাকে। সেখানে ৬৫ দিন সাগরে না গিয়ে কীভাবে থাকবো? আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ন মোর্শেদ বলেন, বেকার হয়ে পড়া জেলেদের জন্য মে মাস পর্যন্ত জাটকা প্রকল্পের অধীনে পরিবারের সদস্য অনুপাতে চাল-ডালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে।