প্রকৃত চাষিরা উপকৃত হবেন :শাজাহান খান

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর টেকেরহাটে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান -যাযাদি
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যের কারণে আগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো। সরকার সরাসরি কৃষকদের কাছ ধান ও গম ক্রয়ের ফলে প্রকৃত চাষিরা উপকৃত হবেন। তারা ন্যায্যমূল্য পাবে। শনিবার মাদারীপুরের রাজৈরে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা খাদ্য কর্মকর্তা মো. সেফাউর রহমানের সভাপত্বিতে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর পরিষদ উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও মিলার মো. আনোয়ার হোসেন প্রমুখ।