ধান ক্রয় উদ্বোধন করলেন এমপি মুকুল

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকের বাড়ি গিয়ে সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে ৩০৭ মেট্রিকটন ধান ক্রয় কাজ শুরু হয়েছে। শনিবার উপজেলার বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সিরাজ রাড়ির বাড়িতে ধান ক্রয় কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় প্রতারিত না হয়ে ন্যায্যমূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, খাদ্য কর্মকর্তা মো. আবু সাইদ প্রমুখ।