ধানের ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সরকারিভাবে প্রকৃত কৃষকের কাছে ধান ক্রয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক খোচাবাড়ি এলাকায় কৃষকরা ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করে আন্দোলনকারীরা। পরে তারা রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন মাহবুব আলম রুবেল, আহসানুল হাবিব, রেজয়ানুল হক রিজু, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।